ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ইমরানকে গ্রেফতারের দাবি ছাত্রলীগের  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০১, ১০ এপ্রিল ২০১৮ | আপডেট: ২১:১৩, ১০ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের আন্দোনলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হওয়ার মিথ্যা গুজব ছড়ানো কারণে ইমরান এইচ সরকারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছে ছাত্রলীগ।

আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য বাসভবনে ভাঙচুর লুটপাট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ অস্থিতিশীলর প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি করা হয়।

এসময় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, সরকারের আশ্বাসে কোটা সংস্কার আন্দোলন ১ মাস স্থগিত করছে। এখন যারা আন্দোলন করছে তারা ছাত্র নয় বিশৃঙ্থালাকারী। সরকার কোটা সংস্কারে আলোচনা পর্যলোচনা করে ব্যবস্থা গ্রহণ করবে।  

ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, আগামী মে মাসে প্রধানমন্ত্রী কোটা সংস্কারের  আশ্বাস দিয়েছেন। এরপরও যারা  আন্দোলন করছে এরা বিশৃঙ্খলাকারী। এদের  আন্দোলনে শিক্ষার্থীদের না যাওয়ার আহ্বান জানান তিনি। বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্রলীগ দুইটি দাবি জানায়। দাবির মধ্যে রয়েছে, কোটা সংস্কার আন্দোলনে নিহত হওয়ার গুজব তুলে ইমরান এইচ সরকার ফেসবুকে প্রোপাগান্ডা চালানোয় তার বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে আইসিটি আইনে মামলা ও গ্রেফতারের দাবি এবং উপাচার্য বাসভবনে হামলাকারীদের শাস্তি দাবি।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।

টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি